যশোর শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, বিএলএফ বাহিনীর উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খাল পলাশ, বীরমুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মন্টু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ।

আলোচনা সভায় বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি মুক্তিযুদ্ধ, শেখ মুজিব ও স্বাধীনতা অর্জন বিষয়ে বিস্তর আলোচনা করেন।
বঙ্গবন্ধুর ভূমিকা প্রসঙ্গ তুলে বলেন-তিনিই স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়েছে। তাঁর জন্ম না হলে স্বাধীনতা আসতো না বলেও মন্তব্য করেন আলী হোসেন মনি।