যশোরে ৫শ’ শয্যা হাসপাতালের উদ্বোধন

যশোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে যশোরের পুলেরহাটে ১১ তলা ভবনের এ হাসপাতালটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উদ্বোধন শেষে আদ্-দ্বীন মেডিকেল কলেজ মিলনায়তনে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “মানুষ ও মানবতার সেবায় আদ্-দ্বীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে আদ্-দ্বীন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। আদ্-দ্বীন একদিকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কাজ করছে। রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে এ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আদ্-দ্বীনের কর্মতৎপরতা যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”

তিনি আদ্-দ্বীন থেকে অনুপ্রেরণা নিয়ে স্বাস্থ্যসেবায় অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, যশোর বিএমএ’র সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অধ্যাপক ডা. জামানুন্নেসা নীলা, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানের সুচনা পর্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

২০১২ সালে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠা হয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ। এবছরে এসে মেডিকেল কলেজের ক্যাম্পাসে ১৭ হাজার বর্গফুট জমির উপর প্রতিষ্ঠা হল ৫শ’ শয্যা এ মেডিকেল কলেজ। এ হাসপাতালে সাশ্রয়ী খরচে সবধরণের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আজ ১১মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালিত হবে।