যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

mamla rai

পূর্ব শত্রæতার কারনে রোববার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নাজমুল ইসলাম (২১) কে ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে আঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার ১২ মার্চ রাতে মামলাটি করেন, বাঘারপাড়া উপজেলার আরাজি বাসুয়াড়ী গ্রামের মৃত ইজাহার সর্দারের ছেলে আলমগীর হোসেন। মামলায় আসামী করেন,সদর উপজেলার বসুন্দিয়া (খানপাড়া) গ্রামের মৃত সেলিম খানের ছেলে ইমামুল ইসলাম নয়ন, বসুন্দিয়া গ্রামের কামরুল ইসলামের ছেলে রিপন হোসেনসহ অজ্ঞাতনামা ২জন।

মামলায় বাদি উল্লেখ করেন, তার ভাইপো নাজমুল ইসলাম (২১)কে রোববার ১২ মার্চ দুপুর ১২ টায় বসুন্দিয়া স্কুল এ্যান্ড কলেজের পূর্ব পাশে মাঠের মধ্যে স্কুল এন্ড কলেজের সাংস্কৃতি অনুষ্ঠান চলাকালে স্কুল এ্যান্ড কলেজের মাঠের মধ্যে বসা অবস্থায় পূর্ব শত্রæতার জের ধরে ইমামুল ইসলাম নয়ন তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে পেটে ও পিঠের নীচে কোমরে উপরে আঘাত করে। নাজমুল ইসলামের নাড়ী ভুড়ি বের হয়ে পড়েলে গেলে রিপন হোসেন লোহার রড দিয়ে আঘাত করে। নাজমুল ইসলামের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।