যশোরে জনগণের হাতে চোর আটক

সদর উপজেলার শালতার মোড়ে রাসেল ষ্টোর নামক এক দোকানে সোমবার রাতে চুরির চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগন চুরির চেষ্টাকালে রানা হোসেন নামে এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ১৪ মার্চ সকালে মামলাটি করেছেন,সদর উপজেলার শালতা (পুর্বপাড়া) গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে রাসেল হোসেন। মামলায় আসামী করেছেন, সদর উপজেলার শালতা উত্তর পাড়ার মৃত সারাফাত হোসেনের ছেলে রানা ও সহযোগী একই গ্রামের ইউসুফ আলীর ছেলে পলাতক ইমন হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চোর রানাকে মঙ্গলবার ১৪ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করে।

বাদী মামলায় উল্লেখ করেন,বাদির শালতার মোড়ে রাসেল ষ্টোর নামক বাদির একটি মুদি দোকান আছে। বাদি তার বাড়ি হতে দোকানে আসা যাওয়া করেন। বাদি রাত অনুমান ৯ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। প্রতিদিনের ন্যায় গত ১৩ মার্চ সোমবার রাত ৯ টায় বাদি দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ১১ টায় সময় বাদি মোবাইল ফোনে সংবাদ পান যে উল্লেখিত চোরেরা বাদির উল্লেখিত দোকানের সামনের টিনের বেড়া কেটে দোকান ঘরের মধ্যে প্রবেশ করে চুরি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন দোকান ঘরের মধ্যে শব্দ পেয়ে দোকানের সামনে যায় এবং চোর চোর বলে চিৎকার দিলে আশপাশ হতে লোকজন এসে চোরদের মধ্যে রানা হোসেনকে আটক করে। সহযোগী ইমন হোসেন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। রানা হোসেন আটকে পর তাকে গণধোলাই দিয়ে সে তার সহযোগী পলাতক ইমন হোসেনের নাম প্রকাশ করে। আটক রানা হোসেন জনগনের কাছে স্বীকার করে সে ওই এলাকাসহ আশপাশ এলাকায় ছোট বড় অনেক চুরি করেছে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ চোর রানা হোসেনকে হেফাজতে গ্রহন করেন।#