ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা রাজু গ্রেফতার

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা রাজু শেখ(২৯)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।শুক্রবার ভোর রাতে জেলা শহর থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাজু শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের পুত্র বলে জানা গেছে ।

জেলা ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান,বেশ কিছুদিন আগে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোঁতা গ্রামের শংকর মন্ডলের পুত্র ভুক্তভোগী দীপক মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় বিকাশ প্রতারণার একটি অভিযোগ দায়ের করে।

তিনি আরও বলেন, হ্যালো বিকাশ থেকে আমি “নাহিদ” বলছি।বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে।বিকাশ থেকে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড (ওটিপি)এসএমএস করা হয়েছে। সেই কোডটা আমাকে দিন।অন্যথায় আপনার বিকাশ একাউন্টটি বন্ধ করে দেয়া হবে।ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিকাশ হ্যাকিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক রাজুসহ তার বিশাল গ্যাং বাহিনী।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি।ঘটনার সত্যতা পাওয়ার পর রাজুকে গ্রেফতার করা হয়। সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে।