ম্যাচ হেরে যা বললেন আয়ারল্যান্ডের অধিনায়ক

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২-০ ব্যবধানে হেরে যায় আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ব্যাট করে ৩৪৯ রানের রেকর্ড গড়ে টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যক্ত হয়।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ১৯.২ ওভারে ২০৭/৫ রান করে বাংলাদেশ।

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৪৮ বলে ১০৪ রান। রান তারায় ২ ওভারে ৩২ রান করে ঝড়ো শুরুর পর ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আইরিশরা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৮ ওভারে ৮১ রান তুলতে পারে আয়ারল্যান্ড। ২২ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং বলেন, আজকে আমরা কন্ডিশনের বিবেচনায় ভালো ব্যাটিং করেছি। আমাদের জন্য এখনে রান করা এখন সহজ হচ্ছে। তবে হেরে যাওয়া হতাশাজনক। আশা করছি বাকি দুই ম্যাচে সেরাটা উজাড় করে দিতে পারব।