প্রয়াত সাংবাদিক এমএ মান্নান মিয়া এবং শাহানারা বেগমের রুহের মাগফিরাত কামনায় শনিবার প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা, সহ সভাপতি নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক তহীদ মনি,প্রয়াত সাংবাদিক শাহানারা বেগমের স্বামী আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, মেয়ে তামান্না ফারজানা খান চৌধুরী, ছেলে ওয়ারেশ খান চৌধুরী তন্ময়, পুত্রবধূ সুলতানা রাজিয়া আকন্দ, প্রয়াত সাংবাদিক আব্দুল মান্নান মিয়ার মেয়ে শায়লা পারভীন, সুমনা পারভীন, ছেলে এ.এফ.এম কাইয়ুমসহ সাংবাদিকবৃন্দ।
দোয়া মাহফিলের বক্তারা তাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, প্রয়াত দু সাংবাদিকের জীবনচারিতা থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের শিক্ষা নিতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান।