মহমুদা-লতিফ বৃত্তি-২০২৩ পেলেন অভয়নগরের কৃতি শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন

হাউস অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এইচআরডি) এর অধীন প্রথম মাহমুদা-লতিফ স্কলারশিপ পেলেন অভয়নগরের কৃতি শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। মাস্টার্স থিসিস সম্পন্ন করার জন্য সে এই স্কলারশিপটি পেয়েছেন। তার এই মাস্টার্স থিসিসের সুপারভাজার হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব দিলআফরোজ খানম।
ফারহানা অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মো: আনোয়ার হোসেন এবং সাবিনা বেগমের বড় সন্তান। ইতোপূর্বে ফারহানা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া জিপিএ- ৫ পেয়ে নাউলী গোপীনাথপুর মিলনী মাদ্রাসা থেকে দাখিল এবং পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সে ৫ম শ্রেণি, জেএসসি এবং এইচএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত।
উল্লেখ্য, ফারহানা লেখাপড়ার পাশাপাশি লেখালেখিতেও দক্ষ। ইতিমধ্যে তার ১শ’র বেশি লেখা বিভিন্ন আন্তর্জাতিক, দেশীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘আমার মুজিব’ রচনা লিখন প্রতিযোগিতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ২২তম হন। শিক্ষকদের সাথে তার কয়েকটি গবেষণাপত্রও বিভিন্ন র্জ্নালে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে ফারহানা ইয়াসমিন জানান, “এইচআরডি এর প্রথম বৃত্তি/ফান্ড পেয়ে আমি অনেক বেশি আনন্দিত ও উৎসাহিত। ফান্ডের পরিমাণ সীমিত হলেও এটি একটি অর্জন। গবেষণায় তরুণ প্রজন্মকে আগ্রহী করার ক্ষেত্রে এধরনের রিসার্চ ফার্ম গুলোর অবদান অনেক।”