যশোর জেনারেল হাসপাতালে দু’নারী চোর আটক

jessore hospital

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোবাইল চুরির সময় আখলিমা (৪০) ও শিল্পি (৩০) নামে দু’নারী চোরকে আটক করেছে পুলিশে। তারা মণিহার এলাকার আনিস মোল্যার বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীদের ব্যাগ থেকে মোবাইল চুরির সময় তারা ধরা পড়েন।
কোতোয়ালী মডেল থানার এএসআই লাভলু জানান, বুধবার দুপুর ১২ টার দিকে আটক দু’জন রোগী সেজে বহির্বিভাগের গাইনী বিভাগের সামনে থেকে অন্য নারীদের ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করছিলেন।

এ সময় জালিয়া খাতুন নামে এক নারীর ব্যাগ থেকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে তারা। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করে।