যশোরে আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জিপি কাজী বাহাউদ্দীন ইকবালের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ এপ্রিল বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতে এ ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। পরে বেলা ১২ টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১ নম্বর ভবন মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃইসহকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সাম্পাদক আবু মোর্তজা ছোট। এ সময় জিপি বাহাউদ্দীন ইকবালের স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী আব্দুল আলী, নজরুল ইসলাম, সামছুর রহমান-১, গাজী আব্দুল কাদির, পিপি এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, খন্দকার দেলোয়ার হোসেন, মাহমুদা খানম, কিউএম ফিরোজ আক্তার, এম এ গফুর, আব্দুল লতিফ, সোহেল শামীম, আবুল কায়েস, রমজান আলী ও জিপি কাজী বাহাউদ্দীন ইকবালের মেয়ে কাজী ফাদিয়া ইকবাল। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আ্যাডভোকেট মিজানুর রহমান (১)।