মেসি বার্সাতেই ফিরবেন, শতভাগ নিশ্চিত জাভি

এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। তার ক্লাব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের। পরবর্তী মৌসুমে মেসি কোথায় যাবেন তা নিয়ে ভক্তদের আগ্রহের কোনো সীমা নেই। সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও সামনের মৌসুমে মেসির সম্ভাব্য গন্তব্যের তালিকায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামি।

তবে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ মনে করেন পুরানো ক্লাব বার্সেলোনাতেই ফিরবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার দাবি, সামনের সপ্তাহেই নির্ধারণ হবে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘মেসি তার ভবিষ্যৎ আগামী সপ্তাহে নির্ধারণ করবেন। আমার দিক থেকে শতভাগ নিশ্চিত সে বার্সায় আসবে। সে জানে, আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। কিছুই বদলায়নি। আমাদের এখনও সুযোগ আছে। আমরা মেসিকে এখানে চাই। তাকে তার সিদ্ধান্ত নিতে দিন। তাকে আমাদের অংশ করতে আমরা প্রস্তুত।’

জাভি আরও বলন, ‘আমি মনে করি এখনও সেরা পর্যায়ে থেকে ফুটবল খেলা তার পক্ষে সম্ভব, সে বার্সায় আসলে, যেটা কোচ থেকে শুরু করে কাতালানদের বেশিরভাগ চায়। আমি বিশ্বাস করি সে ভালো করবে।’

মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে বার্সা কোচ বলেন, ‘সে আমাকে বলেছিল আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত নেবে এবং তাকে আমরা একা ছেড়ে দিতে চাই। দিন শেষে সে তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আর কোনও বিতর্ক থাকার সুযোগ নেই।’