শহরের সিটি কলেজ এর পিছনে ১নং গলির মধ্যে চিহ্নিত এক সন্ত্রাসী ও তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রুহুল আমিন (২২) নামে এক যুবককে গতিরোধ করে ছুরিকাঘাত করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ১জুন রাতে মামলাটি করেন যশোর শহরের নীলগঞ্জ (তাঁতীপাড়া সুপারী বাগান) এলাকার নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ। মামলায় আসামী হচ্ছে, শহরের বারান্দীপাড়া ( মোল্লাপাড়া নদীর কূলে স্কুলের পিছনে) রাজ্জাকের ছেলে শাহারাজসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় নূর মোহাম্মদ উল্লেখ করেন, আসামী শাহারাজ তার পূর্ব পরিচিত। বাদির আপন ছোট ভাই রুহুল আমিন গত ২৭ মে আত্মীয় বাড়ীতে লিচু দিয়ে নিজ বাড়িতে ফিরে আসার সময় ওই দিন সন্ধ্যা সোয়া ৭ টায় সিটি কলেজ এর পিছনে ১নং গলির মধ্যে সলিং রাস্তার উপরে পৌছালে শাহারাজ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩জ আসামীসহ বাদির ভাইয়ের পথের গতিরোধ করে। আসামীরা বাদির ভাইকে এলোপাতাড়ীভাবে মারপিট করে। রুহুল আমিনের পকেটে থাকা নগদ ২ হাজার টাকা মানিব্যাগসহ কেড়ে নেয়। রুহুল আমিন প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা আসামীরা বাদির ভাইকে ঝাপটে ধরে রাখে শাহারাজ ধারালো বার্মিজ চাকু দিয়ে বাদির ভাইকে হত্যার উদ্দেশ্যে বুকের উপর আঘাত করে। রুহুল আমিন ঘুরে দাঁড়ালে শাহারাজ চাকু দিয়ে বাম পায়ের রানের পিছনে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। রুহুল আমিন ঘুরে পড়ে গেলে শাহারাজ বাদির ভাইয়ের কাছে থাকা ২৫ হাজার টাকা মুল্যের স্মার্ট ফোন কেড়ে নেয়। রুহুল আমিনের ডাক চিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে আসামীদের কবল হতে রুহুল আমিনকে উদ্ধার করে। আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।