যশোরে সতীনের ছেলের সন্ত্রাসী কর্মকান্ডে এক গৃহবধূর থানায় মামলা

সতীনের ছেলের অব্যাহত হুমকী ধামকী ও ঘরে ঢুকে মারপিট করে ভাংচুর করে ক্ষয়ক্ষতি করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ৩ জুন রাতে মামলাটি করেন যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড় এলাকার মৃত আমিন উদ্দিন খানের মেয়ে মোসাঃ বকুল। মামলায় আসামী করেন,যশোরের ঝিকরগাছা উপজেলার মাঠশিয়া গ্রামের আব্দুর রব বিশ^াসের ছেলে আহসানসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

মামলায় বাদি মোসাঃ বকুল উল্লেখ করেন, আসামী আহসান বাদির সম্পর্কে সতীন পুত্র তথা সৎ পুত্র হচ্ছে এবং নেশাগ্রস্থ ও অপরাধী শ্রেনীর লোক জনের সাথে মিশে থাকে। বাদির স্বামী আসামীর মাতাকে গত বছর ২২ অক্টোবর তালাক প্রদানের পর হতে উক্ত আসামী বাদিকে বিভিন্ন সময় খুন জখমের হুমকীসহ ক্ষয়ক্ষতি করবার জন্য ষড়যন্ত্র করে আসছে। বাদি একা বাসায় থাকেন এবং স্বামী আব্দুর রব বিশ^াস মালয়েশিয়ায় থাকে। বাদির স্বামী আব্দুর রব বিশ^াস দেশে থাকাকালীন নেশার টাকার জন্য আহসান প্রচুর মারপিট করতো এবং তার সকল সম্পত্তি আসামীর নামে ও তার মায়ের নামে লিখে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক অত্যাচার করতো। বাদির স্বামী বাদিকে সম্প্রতি একটি প্রাইভেট কার কিনে দিয়েছে। যার মূল্য ১০ লাখ টাকা। উক্ত প্রাইভেট কার কিনে দিয়েছে শুনে আসামী আহসান গত ৫ মে বিকেল ৩ টায় অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী শ্রেনীর লোক সাথে নিয়ে শংকরপুর বাদির বসত বাড়িতে আসে এবং বলে যে, এই গাড়ী তার বাবা তোকে কিনে দিয়েছে এই গাড়ী আসামীকে দিয়ে দে অথবা ১০লাখ টাকা দে। বাদি প্রতিবাদ করলে আসামী ও অপর আসামীরা বাদিকে চড়,ঘুষি মারতে থাকে এবং বাদির ঘরে ঢুকে শোকেচ ও জানালার কাঁচ ভাংচুর করে ৮০ হাজার টাকা ক্ষতি সাধন করে। বাড়িতে রাখা প্রাইভেট কারটি আঘাত করে ২লাখ টাকার ক্ষতি সাধন করে।বাদির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহসান বাদিকে প্রাণ নাশের হুমকী দিয়ে বলে আগামী এক মাসের মধ্যে হয় প্রাইভেট কার না হয় ১০লাখ টাকা আসামীকে দিতে হবে। অন্যথায় বাদিকে খুন করে ফেলবে বলে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর পর থেকে বাদি আশংকা প্রকাশ করছে উক্ত আসামী বাদিকে একাকীত্তের সুযোগে খুন করে ফেলতে পারে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ আসামী আহসানকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।