যশোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরনের অভিযোগে মামলা

এসএসসি পরীক্ষা সম্পন্ন শিক্ষার্থী প্রিয়াংকা বর্মন (১৬)কে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৩জুন শনিবার গভীর রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন যশোর সদর উপজেলার চাঁচড়া (বর্মনপাড়া) গ্রামের চন্দ্র শেখর বর্মনের স্ত্রী সারথী বর্মন। মামলায় আসামী করেন, চাঁচড়া (নওদাপাড়া) গ্রামের মৃত মোশারফ হোসেন খোকনের ছেলে শাহিন।

মামলায় বাদি উল্লেখ করেন, তার মেয়ে প্রিয়াংকা বর্মন চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। বাদির মেয়ে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিভিন্ন সময় শাহিন বাদির মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। শাহিন অন্য ধর্মের হওয়ায় বাদির মেয়ে আসামীর প্রস্তাবে রাজি না হওয়ায় শাহিন বাদির মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাবে মর্মে হুমকী দেয়। গত ১ জুন এসএসসি পরীক্ষা শেষে বাদির মেয়ে বাড়িতে আসে। এবং ওই দিন বিকেল ৩ টায় নিজ প্রয়োজনে কেনাকাটা করার জন্য যশোর শহরে যায়। পরবর্তীতে বাদির মেয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারে লোকজন খোজাখুঁজি করতে থাকে। খোজাখুঁজির এক পর্যায় স্থানীয় মেম্বর বেলাল হোসেনসহ অন্যান্যদের মাধ্যমে বাদি জানতে পারেন যে তার মেয়েকে যশোর শহরে যাওয়ার পথে বিকেল ৩ টার পরপর চাঁচড়া বাজার মোড় হতে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে শাহিন অপহরন করে মোটর সাইকেলে তুলে চাঁচড়া চেকপোষ্টের দিকে নিয়ে গেছে। বাদি তার মেয়েকে না পেয়ে কোতয়ালি থানায় হাজির হয়ে আসামী শাহিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।