জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা করায় যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ার গাতি মধ্যপাড়ায় একটি পরিবারের ওপর হামলার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় বুলবুল আহমেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে। বুলবুল বসুন্দিয়া খান পাড়ার মৃত তবিবর রহমানের ছেলে।
অন্য আসামিরা হলো, বানিয়ারগাতী গ্রামের মৃত অহেদ আলী মোল্লার ছেলে শামছুদ্দিন মোল্লা (৬০), তার স্ত্রী রেবেকা খাতুন (৫৫), তার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), একই গ্রামের আলী আকবর (৬৫) ও তার ছেলে মোস্তফা কামাল (৩৫)।
ওই গ্রামের ওয়াইচ কুরুনীর স্ত্রী রাবেয়া খাতুন (২৮) এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার স্বামী ও পরিবারের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। সে কারণে তার স্বামী আদালতে একটি পিটিশন দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয় আসামিরা। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে আসামিরা লাঠি সোটা, লোহার রড, ধারালো অস্ত্র প্রভৃতি নিয়ে রাস্তার পাশের জমি দখল করতে যায়। সে সময় বাঁধা দিলে আসামিরা আক্রমন শুরু করে। তারা লাঠি দিয়ে তার শাশুড়ি হাজেরা বেগমের (৬০) হাতে আঘাত করে। এবং মাথার পেছনে কোপ মেরে রক্তাক্ত জখম করে। এ সময় ঠেকাতে গেলে তার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে। তাকেও মারপিট করে এবং শ্লীলতাহানি ঘটায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি ও তার পরিবারের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এবং থানায় মামলা করেন।
বসু্িন্দয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, এই মামলার আসামি বুলবুল আহমেদকে সোমবার দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয়। এবং বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।