প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে প্রতিপাদ্যেকে সামনে রেখে যশোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে যশোর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন চত্ত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক মাসুদ উল আলমের সভাপতিত্বত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি এম এম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকার। সভা সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব পারভেজ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মানবসৃষ্ট বিভিন্ন উপায়ে আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি। চলমান তাপদাহ পরিবেশের গুরুত্ব আমাদের বুঝিয়ে দিচ্ছে। নিজেদের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই। পরিবেশ দূষণকে আরও বেশি সমস্যা করে তুলেছে প্লাস্টিকজাত পণ্যের অপরিকল্পিত ব্যবহার। প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী, ভোক্তাসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভা শেষে ‘দূষণমুক্ত পরিবেশ’ ও ‘আদর্শ প্রাকৃতিক পরিবেশ’ শির্ষক চিত্রাঙ্কন এবং ‘ পরিবেশ দূষণে প্লাস্টিকের প্রভাব’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।