যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা এইচ আই ভি শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সম্পর্কে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ।
কর্মশালা মোট ৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী , সাংবাদিক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক ও এনজিও কর্মী ছিলো। এইচআইভি এইডস নিয়ে নানা সচিত্র তথ্য উপস্থাপন করেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্সিলার কাম এ্যাডমিনেষ্টটর সুদেব কুমার বিশ্বাস। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চর্ম, এলার্জি ,চুল নখ,বন্ধ্যাত্ব,যৌন রোগ ও লেজার কসমেটিক সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার গোলাম মোর্তুজা, হাসপাতালের আবাসিক মেডিকেল ডাক্তার আনোয়ার হোসেন।
কর্মশালায় বলা হয়, খুলনা বিভাগে এইচআইভি পজেটিভ রোগীর পরিমাণ ৫৮০ জন। এরমধ্যে ৪৪০ জন নিয়মিত এআরভি ড্রাগ গ্রহণ করছে। এরমধ্যে যশোর জেলায় এইচআইভি রোগীর সংখ্যা অনেকটা বেশি।