আন্তঃকলেজ ফুটবলে নওয়াপাড়া কলেজ চ্যাম্পিয়ন, পল্লীমঙ্গল রানার্স আপ

প্রথমবারের মত শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এ উপজেলা পর্যায়ে নওয়াপাড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন এবং পল্লীমঙ্গল আদর্শ কলেজ রানার্স আপ হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১-০ গোলে পল্লীমঙ্গল আদর্শ কলেজকে হারিয়ে নওয়াপাড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে। সোমবার সকাল ১০টা থেকে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী দলের ৭নং জার্সিধারী খেলোয়াড় জীবন একমাত্র গোল করেন। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক রিপন।

খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে একই মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, আইএফআইসি ব্যাংক লি., নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালন এসএম ফারুক হোসেন, সাবেক কৃতি ফুটবলার মিন্টু, ইব্রাহিম হোসেন, তুষার প্রমুখ।

উল্লেখ্য, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ৮টি কলেজ দলের অংশগ্রহণে গত শুক্রবার (৯ জুন) সকালে একই মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৮টি দল হলো- নওয়াপাড়া সরকারি কলেজ, পল্লীমঙ্গল আদর্শ কলেজ, ভবদহ কলেজ, নওয়াপাড়া মডেল কলেজ, শেখ আঃ ওহাব মডেল কলেজ, পায়রাহাট ইউনাইটেড কলেজ, ভৈরব কলেজ ও মহাকাল স্কুল এন্ড কলেজ।