অভয়নগরে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক অ্যাডভোকেসি সভা

যশোরের অভয়নগর উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) আয়োর্জনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মর্ধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান,

যুবউন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উক্ত প্রকল্পের ফোকাল পার্সন এসএম ফারুক হোসেন, প্রজেক্ট ম্যানেজার ইসমাইল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। ঢাকাস্থ সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় এবং গার্নসে ওভারসীজ এইড কমিশনের (গোয়াক) অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।