যশোরে দাঙ্গা মামলায় গাঁজা রহিম র‌্যাবের হাতে গ্রেফতার

যশোর সদরের কামালপুর গ্রামের রহিম ওরফে গাঁজা রহিমকে দাঙ্গা মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সে যশোর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের কালামের ছেলে। সোমবার ১২ জুন দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রোববার ১১ জুন র‌্যাবের একটি দল কামালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতা করে।

রহিম ওরফে গাঁজ রহিমসহ তার সহযোগী আসামীরা ২১ মে রাতে জনৈক অসীম কুন্ডুর জমির তালগাছ থেকে তাল চুরি করে পাড়ে। এ সময় জমির কেয়ার টেকার খবর শুনে বাগানে এসে তাল পাড়তে নিষেধ করলে রহিম ও সহযোগী রাশেদ ধারালো দা দিয়ে কুপিয়ে এলোপাতাড়ী জখম করে।

এ ঘটনায় কোতয়ালি থানায় রহিম (গাঁজা রহিম) ও রাশেদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়। ওই মামলায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহলদল রহিম ওরফে গাঁজা রহিমকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশে সোপর্দ করে।