শহরের ষষ্টিতলা পিটিআই স্কুলের পশ্চিম কোনায় মসজিদের সামনে অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনার অভিযোগে আলামিন ওরফে চোর আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুন সোমবার রাতে কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিবসহ একদল পুলিশ আলামিনকে গ্রেফতার করে। সে শহরের বেজপাড়া (টিবি ক্লিনিকের শহিদুলের বাড়ির ভাড়াটিয়া) মৃত রইচের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় সোমবার দিবাগত গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে। আলামিনকে মঙ্গলবার ১৩ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই খান মাইদুল রাজিব জানান, সোমবার ১২ জুন রাতে গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলা পিটিআই মসজিদের সামনে একজন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে ফেনসিডিল নিয়ে অবস্থানকারী আলামিন ওরফে চোর আলামিন দৌড়ে পালানোর এক পর্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি থানা হাজতে রেখে রাতেই মামলা দেন।