যশোরে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

jessore atok map

কোতয়ালি থানা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উপশহর পুলিশ ক্যাম্প আলাদা অভিযান চালিয়ে ১ কেজি ৬শ’ গ্রাম গাঁজা ও ২৫পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তালশা বর্তমানে যশোর উপশহর এফ ব্লক বাসা নং ৬৬ জনৈক মতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া ইজা মল্লিকের ছেলে সাদিকুল ইসলাম,যশোর শহরের শংকরপুর ( গোলপাতা মসজিদ) এলাকার আসিফের ছেলে অপূর্ব হাসান ও সদর উপজেলার মুড়লী ইমাম বাড়ির পাশের্^ জাফর আলী শেখ এর ছেলে রহমত উল্লাহ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার ১৪ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,মঙ্গলবার ১৩ জুন দিবাগত গভীর রাতে ডিবি’র এসআই আব্দুল্লাহ আল মামুন গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় জনৈক মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এসআইসহ একদল পুলিশ সেখানে অভিযান চালালে ডিবি পুলিশের পোশাক দেখে মাদক বিক্রেতা রহমত উল্লাহ টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।অপরদিকে,কোতয়ালি থানার এক এসআই জানান, মঙ্গলবার ১৩জুন রাতে গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলা পাড়া পাখিপট্টি রোডস্থ এলাকায় এক মাদক বিক্রেতা মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থান করা অপূর্ব হাসান দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১৩ জুন বিকেলে ক্যাম্পের এক এএসআইসহ একদল পুলিশ উপশহর এফ ব্লক বাসা নং ৬৬ জনৈক মতিয়ার রহমানের বাড়ীর সামনে এক মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল সাড়ে ৫ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা সাদিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ২৫পিস ইয়াবা উদ্ধার করে।