মঙ্গলবার ১৩ জুন সকালে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন ট্রাকের ধাক্কায় মাছ বিক্রেতা নাজির মিয়া নিহত ও ইন্দ্রো নামে অপরজন আহতর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১৩ জুন দুপুরে কোতয়ালি থানায় মামলাটি করেন, নিহত নাজির মিয়ার ভাই যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল হক।মামলায় আসামী করেন পুলিশ হেফাজতে থাকা ট্রাকের অজ্ঞাতনামা চালক ও হেলপারকে।
মামলায় বাদি উল্লেখ করেন, বাদির মেঝ ভাই নাজির মিয়া (৪৫) ও তার সহযোগী ইন্দ্রো (৪১) একত্রে বাবলাতলয় মাছের পোনা বিক্রির কাজ করে। মঙ্গলবার ১৩ জুন সকাল অনুমান ৬ টায় যশোর খুলনা বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাবলাতলা পাকা রাস্তা লাগোয়া রাস্তার উত্তর পাশের্^ মাছের পোনার কাজ করার সময় চাঁচড়া মোড় হতে খুলনা গামী ট্রাক যার নম্বর (ঢাকা মেট্টো-ট-১১-৭৩৪১) এর অজ্ঞাত নামা চালক ট্রাকটি বেপরোয়া দ্রুত গতিতে চালিয়ে বাদির মেঝ ভাই নাজির মিয়া ও তার সহযোগী ইন্দ্রোকে স্বজোরে আঘাত করে। যার ফলে নাজির মিয়ার বুকের উপরে ও ইন্দ্রোর পায়ে এবং দু’জনের শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগে গুরুতর আহত হয়।
দু’জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক নাজির মিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। ইন্দ্রোকে ভর্তি করে দেন। ঘটনার পরপর ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার কৌশলে ঘটনার পরপর পালিয়ে যায়। দূর্ঘটনার পর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি জব্দ করেন। এ ঘটনায় মামলা হলেও নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই মুন্সী পারভেজ আক্তার ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি এ রিপোর্ট লেখা পর্যন্ত। তবে ট্রাকের মালিকের লোকজনের সাথে তদন্তকারী কর্মকর্তার যোগাযোগ হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছেন।