যশোরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

যশোর ডিবি ও পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ পৃথক অভিযানে ১শ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সদরের দায়তলা গ্রামের কামাল মোড়লের ছেলে সুবোল হাসান (২৯) ও শহরের পুলিশ লাইন কদমতলার চাকলাবাড়ির আবুল হোসেন চাকলাদারের ছেলে কামাল হোসেন চাকলাদার রনি (৩৬)।

এ ঘটনায় কোতয়ালি থানায় আটক দুই ও পলাতক এক মাদক বিক্রেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। একটি মামলা করেন ডিবি পুলশের এস আই নাজমুল ইসলাম। তিনি মামলায় দুইজনকে আসামি করেন। পলাতক আসামি হলো উপশহরের খলিলের ছেলে টপি (৩০)। অপর মামলাটি করেন পুরাতন কসবা ফাঁড়ির এস আই হেলাল উজ্জামান।

এস আই নাজমুল ইসলাম মামলায় বলেন, ১৪ জুন দুপুরে শহরতলীর ঝুমঝুমপুরে অবস্থানকালে গোপনে জানতে পারেন, দায়তলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জনৈক ইকবাল হোসেন ওরনফে মিন্টুর একতলা বিল্ডিংয়ের সামনে দুই মাদক বিক্রেতা ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। এই খবরের ভিত্তিতে সেখানে গেলে ডিবি পুলিশ দেখে মাদক বিক্রেতা টপি কৌশলে পালিয়ে যায়। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় সুবোলকে আটক করা হয়। তার দেহ তল্লাসী করে লুঙ্গির ডান কোচর থেকে ৫০ পিচ উয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলি নীল রঙের জিপার ব্যাগের ভিতর রাখা ছিলো।

অপর দিকে কসবা ফাঁড়ির এস আই হেলাল উজ্জামান জানান, ১৪ জুন রাতে তিনি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপনে জানতে পারেন, পুলিশ লাইন কদমতলা জনৈক এ্যাড মাহিনের বাড়ির সামনে এক ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অফিসার ও ফোর্সের সহযোগিতায় মাদক বিক্রেতা কামাল হোসেন চাকলাদার রনিকে আটক করে। আটক কামাল হোসেন চাকলাদার রনির দেহ তল্লাসী করে প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই মাদক বিক্রেতাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয।