যশোরে যৌতুকের দাবিতে গৃহবধুকে মারপিটের অপরাধে স্বামী রকিবুজ্জামানকে পুলিশ আটক করেছে। আটক রকিবুজ্জামান কেশবপুর উপজেলার সাহাপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। বর্তমানে শহরের ঘোপজেল রোড বেলতলা চঞ্চলের বাড়ির বাড়াটিয়া। এ ঘটনায় গৃহবধু পুর্ববারান্দি পাড়া কবরস্থানের আবু আইয়ুব আনসারির মেয়ে উম্মে কুলসুম নাঈম শুক্রবার মামলা করেন।
মামলায় কুলসুম বলেছেন, সাত বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। বিয়ের সময় আসামি রকিবুজ্জামানকে মেয়ের পিতা মাতা সাংসারিক বিভিন্ন মালামাল ফ্রিজ, আসবাব পত্র, আলমারিসহ অন্যান্য মালামাল দেয়্ যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। দাম্পত্য জীবনে আসামি প্রায় গৃহবধু কুলসুমকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতনসহ মারপিট করতো। কুলসুমের পিতার বাড়ি থেকে ২ লাখ টাকা এনে দিতে বললে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রকিবুজ্জামান স্ত্রী কুলসুমকে এলোপাতাড়ি মারপিট করে। মারপিটের কারণে কুলসুম পিতার বাড়ি থেকে রকিবুজ্জামানকে ২ লাখ টাকা এনে দেয়। আসামি রকিবুজ্জামান একাধিক মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে।
যে কারণে স্ত্রী কুলসুমকে সংসারে রাখতে চায় না। বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ১৪ জুন বিকেলে কুলসুম ঘোপ জেল রোডের ভাড়া বাসায় সাংসারিক কাজ করাকালীন আসামি রকিবুজ্জামান ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। কুলসুম অপারগতা প্রকাম করলে এলোপাতাড়ি মারপিট করে। একই সময় বলে তোকে সংসারে রাখবো না বলে হুমকি দেয়। বাচার জন্য কুলসুম চিৎকার দিলে স্তানীয় প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় কুলসুম মামলা করলে শুক্রবার রাতে ঘোপ জেল রোডের ভাড়া বাড়ি থেকে পুীরশ তাকে আটক করে।