আসন্ন বেনাপোল পৌর সভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার মনোনায়ন পাওয়া প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন তার নিজ গ্রাম ও ৯ নং ওয়ার্ড বাসিদের সাথে মত বিনিময় বৈঠক করেছেন। শুক্রবার সকাল ৭ টার সময় বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের মাদ্রাসা মাঠে তিনি এ সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, সাবেক বেনাপোল পৌর কাউন্সিলর আব্দুল জব্বার, সাবেক বেনাপোল স্থল বন্দরের শ্রমিক নেতা আলহাজ্ব ইসরাইল সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের ৯ ওয়ার্ডের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, আওয়ামী নেতা মনিরুজ্জামান ঘেনা, আব্দুল হামিদ, ভাদু মিয়া, জমিস উদ্দিন, সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ ।
উপস্থিত বক্তরা তাদের মত প্রকাশ করে বলেন সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং নিজেদের মধ্যে সকল বিভেদ বিভাজন ভুলে নৌকা প্রতিককে বিজয় করতে এক সাথে কাজ করতে হবে। বর্তমান নৌকার যে প্রার্থী নাসির উদ্দিন সে একজন শিক্ষিত মার্জিত ও সামাজিক ব্যক্তিত্ব। সুতারং আমাদের সব কিছুর উর্দ্ধে তাকে ভোট দিয়ে বিজয় করতে হবে। সাবেক কাউন্সিলর জব্বার বলেন, আমাদের ওয়ার্ডের সন্তান আমাদের গর্ব। কে কোন দল করে এটা বিবেচ্য নয়। আমাদের ৯ নং ওয়ার্ড এবং বড়আঁচড়া গ্রাম থেকে মনোনায়ন পেয়েছে প্রধান মন্ত্রী তাকে মনোনায়ন দিয়েছেন তাই তাকে দল মত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করে নিজ গ্রাম সহ বেনাপোল পৌর এলাকার সেবা করার সুযোগ করে দিতে হবে।
উল্লেখ্য বেনাপোল পৌর সভা দীর্ঘ ১২ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। পৌর ভোটারদের মাঝে নির্বাচন উপলক্ষে উৎসব এর আমেজ দেখা যাচ্ছে। একাধিক ভোটাররা তাদের মত প্রকাশে বলেন, বেনাপোল পৌর নির্বাচন উপলক্ষে এবার যে কয়জন প্রার্থী নৌকার মাঝি হতে চেয়েছিল। তাদের চেয়ে নাসির উদ্দিন একজন ব্যতিক্রম ধর্মী আওয়ামীলীগ নেতা। এই নেতা ঘরে বসে এবং অপরের মুখাপেক্ষির রাজনীতি করে না । তার নিজ গুনে মেধায় সে মনোনায়ন নিয়ে এসেছে। সকল প্রার্থীর চেয়ে সে যোগ্য এবং শিক্ষিত। যাদের নাম মনোনায়ন আনার জন্য শুনা গিয়েছিল তাদের মধ্যে কেউ আওয়ামীলীগের রাজনীতি থেকে দীর্ঘ দিন ইন একটিভ। কেউ বয়সের ভারে জনগনের সেবা দেওয়ার মত নয়। তাই প্রধান মন্ত্রী প্রার্থী চিনতে ভুল করে নাই। তাকে জয়ী করার কাজ আমাদেরই করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামাল হোসেন।