বাংলানিউজটোয়েন্টিফোর. কমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছে সাংবাকর্মীরা। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৭ জুন) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিক নাদিম হত্যাকা-ের হোতা বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা রাজপথে থেকে ধারাবাহিক আন্দোলন করতে বাধ্য হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ^াস, সদস্য গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, গাজী আবুল হোসেন, আশরাফুল আলম, রাজয় রাব্বি, শেখ জাবেদ আলী, তাওহীদ হাসান উসামা, রেজাউল হোসেন, রণজিৎ মল্লিক, শফিকুল ইসলাম পিকুল, জাহিদ হোসেন লিটন, মতিন গাজী প্রমুখ।