যশোরে সরকার কর্তৃক সিদ্ধ চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় !

চলতি অর্থ বছরের জন্য যশোর জেলায় সরকারি উদ্যোগে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বোরো ধান মৌসুমে বাম্পার ফলন হলে ও সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা পুরনে নানা সংশয় রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সরকার যশোর জেলায় গত মে মাস থেকে শুরু হওয়া বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিত্য নন্দ কুন্ডুর অনুমতি ক্রমে কার্যালয়ের এক কর্মচারী জানান, গত মে মাসে শুরু হওয়া বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান ৩১ আগষ্ট পর্যন্ত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৫৪০ মেট্রিকটন ও সিদ্ধ চালের লক্ষ্য মাত্রা ধরা হয় ৩২০৮২ মেট্টিক টন । গত মে মাসে শুরু হওয়া অভিযানে ৩০ জুন পর্যন্ত বোরো ধান অর্জন হয় ২ হাজার ৫শ’ ৪৪ মেট্রিকটন, সিদ্ধ চাল অর্জন হয় ২০৭৬২.৫৫০ মেট্টিকটন।

যশোর জেলায় আগামী ৩১ আগষ্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ অভিযানে যশোর সদরে লক্ষ্যমাত্রা ধরা হয় ২২১১ মেট্টিকটন, ৩০ জুন পর্যন্ত অর্জন হয় ৫১৬ মেট্টিকটন,মনিরামপুর উপজেলায় ২৩৭৬ মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয়নি, কেশবপুর উপজেলায় ১২১৮ মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয় ৫৭০ মেট্টিকটন, অভয়নগর উপজেলায় ১১৮৬ মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয় ৬১৬.০৮০ মেট্টিকটন, ঝিকরগাছা উপজেলায় ১৬৪১ মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয় ১৭৬মেট্টিকটন, শার্শা উপজেলায় ১৯৭৫ মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয়নি,বাঘারপাড়া উপজেলায় ১৩৯০মেট্টিকটন লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জন হয় ৪৯৩.৬০০ মেট্টিক মেট্টিকটন ও চৌগাছা উপজেলায় ধানের সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা ধরা হয় ১৫৪৩ মেট্টিকটন। অর্জন হয় ১৭২.৩২০ মেট্টিকটন।

এ সময়ের মধ্যে সিদ্ধ চাল সংগ্রহ অভিযানে যশোর সদরে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬১৩০ মেট্টিকটন, চুক্তি করা হয় ৬২৪০.৩৩০ মেট্টিক টন,অর্জন হয় ৫৩৯৭.৩৬০ মেট্টিকটন, মনিরামপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় ২৫২২ মেট্টিকটন,চুক্তি করা হয় ২৫২১.৯৮০ মেট্টিকটন,অর্জন হয় ২৪৯৭.২৩০মেট্টিকটন,কেশবপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ৩৩৪ মেট্টিকটন,চুক্তি করা হয় ৩৩৩.৯৯০ মেট্টিকটন। অর্জন হয় ২৬০.৯০০ মেট্টিকটন, অভয়নগর উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৮৯২ মেট্টিকটন,চুক্তি করা হয় ৭৮৯১.৯৮০মেট্টিকটন, অর্জন হয় ২৬৪২.২৮০ মেট্টিকটন, ঝিকরগাছা উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় ১৯৫০ মেট্টিকটন,চুক্তি করা হয় ১৯৫০ মেট্টিকটন, অর্জন হয় ১৮২০.৯৩০ মেট্টিকটন, শার্শা উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় ১০৪৮০ মেট্টিকটন,চুক্তি করা হয় ১০৩৭০.৮৫০ মেট্টিকটন, অর্জন হয় ৬৪১৯.১৭০মেট্টিক টন,বাঘারপাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় ১৩২২ মেট্টিকটন,চুক্তি করা হয় ১৩২১.৯৮০ মেট্টিকটন, অর্জন হয় ২৭৩.৯৮০ মেট্টিকটন ও চৌগাছা উপজেলা সিদ্ধ চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা ধরা হয় ১৪৫১ মেট্টিকটন,চুক্তি করা হয় ১৪৫০.৮৯০ মেট্টিকটন ও অর্জন হয় ১৪৫০.৭০০ মেট্টিকটন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মচারী আরো জানান, চলতি অর্থ বছরে সিদ্ধ ধান সংগ্রহ অভিযানে ৮৭ জন মিলারের মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে খাদ্য অফিস সূত্রে জানাগেছে। বোরো ধান সংগ্রহের ব্যাপারে কতজন কৃষক রয়েছেন সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি। বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার ব্যাপারে জানাগেছে,কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশংকায় তারা তাদের বোরো ধান বিভিন্ন হাট বাজারে সুবিধা মতো স্থানে বিক্রি করছে।