যশোরে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি প্রধান অতিথি হিসাবে এই বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
যশোর জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন।