ইয়াবা ও গাঁজা বেচাকেনার অভিযোগে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২০ জুলাই বিকেল ও রাতে উপশহর পুলিশ ক্যাম্প এবং সদর পুলিশ ফাঁড়ী আলাদা অভিযান চালিয়ে মাদকসহ দু’জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে,যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া (বাঁশতলা) গ্রামের মিন্টু শেখ এর ছেলে আসলাম শেখ ও মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর (মুন্সী বাড়ী) বর্তমানে যশোর শহরের বারান্দীপাড়া (খালধার রোড কদমতলা মোড় শেখ সাহাবের ভাড়াটিয়া) গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক ওরফে রুবেল ওরফে বেকা রুবেল। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ২০ জুলাই রাত সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরতলী হাইকোর্ট মোড় টুটুল এর চায়ের দোকানের সামনে থেকে নুরুল হক ওরফে রুবেল ওরফে বেকা রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে ফাঁড়ীর এক এটিএসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকার জনৈক হানিফের কাঠ গোলার পিছনে গাঁজা বিক্রির অভিযোগে আসলাম শেখকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের সোমবার ২১ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।