চৌগাছায় মোটরসাইকেলে ওরনা পেচিয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত

chowgacha jessore map

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী সোনিয়া খাতুন নিহত ও স্বামী রাসেল (২৬) আহত। শুক্রবার (২১জুলায়) বিকাল ৩ টার সময় চৌগাছা -ঝিকরগাছা রোড সরদার ব্রিকস সামনে জামতলা নামক স্থানে এই দূর্ঘটনা টি ঘটে।

পরিবারের সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে দুপুর সময় দাওয়াত খেতে বোনের বাড়ি যাচ্ছিল।চৌগাছা – ঝিকরগাছা রোডে জামতলা নামক স্থানে পৌঁছলে ওরনা পচিয়ে মোটরসাইকেল থেকে পুড়ে যায় মুখো মন্ডলের রক্তাক্ত জখম হয়। এসময় দ্রুত গতিতে চৌগাছা হাসপাতালে আনলে জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে নিহত সোনিয়া কে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরন করে। যশোর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।