যশোর শহরতলীর রাজারহাট এলাকায় একটি গ্যারেজের মধ্যে গাড়ীর ট্যাংকি ঝালাই করতে যেয়ে তা বিস্ফোরণ ঘটে নয়ন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ২৪ জুলাই দুপুরে এই ঘটনাটি ঘটে। নিহত নয়ন যশোর শহরের নাজির শংকরপুর এলাকার আব্দুস সালামের ছেলে।
যশোর শহরতলীর রাজারহাট বিকে সিটির পাশে শাহাবুদ্দিন এর গ্যারেজে গাড়ীর তেলের ট্যাংকি ঝালাই করতে গিয়ে হঠাৎ তা বিস্ফোরণ ঘটে। ফলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।