যশোরে মাদক উদ্ধার এক নারীসহ গ্রেফতার-২

jessore atok map

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোববার বিকেলে শহরতলী হাইকোর্ট মোড় এলাকা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ দু’জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার শেখহাটি জামরুল তলার মসজিদ রোডের মৃত লালু গাজীর ছেলে মিন্টু গাজী ও চৌগাছা উপজেলার মাজালী পূর্ব পাড়ার আবুল কালাম বিশ^াসের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম। এ ঘটনায় রোববার রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, রোববার ২৩ জুলাই বিকেলে ডিবি’র একটি চৌকস টিম শহরের মণিহার এলাকায় অভিযানে থাকা অবস্থায় গোপন সূত্রে খবর পান শহরতলী হাইকোর্ট মোড় আলিফ থাই গ্লাসের সামনে দু’জন মাদক ব্যবসায়ী অবস্থান নিয়ে মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৪ টায় পৌছালে ডিবি পুলিশের জ্যাকেট পড়া দেখে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মিন্টু গাজী ও আরজিনা বেগম দৌড়ে পালানোর এক পর্যায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় মিন্টু গাজীর হাতে থাকা ব্যাগের মধ্যে ১ কেজি ও আরজিনা বেগমের হাতে থাকা ব্যাগের মধ্যে ২ কেজি গাঁজা উদ্ধার করে।