যশোরে বিএনপি প্রায়ত নেতা আব্দার ফারুকের প্রতি স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

মঙ্গলবার (২৫ জুলাই) যশোর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারন সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দার ফারুকের ১৬তম হত্যাবার্ষিকী।

প্রায়ত এ নেতার কবর জিয়ারত ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল । যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এর নেতৃত্বে ব্যাপক সংখ্যক নেতাকর্মী মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।