যশোর উপশহর ইউনিয়ন পরিষদের এস ব্লাকের রাস্তা উন্নয়নের কাজ পদির্শন

jessore map

উপশহর সেক্টর ৭ এস ব্লকে রাস্তার উন্নয়নে উপজেলা পরিষদের অর্থায়নে কাজ হচ্ছে। গত কয়েকদিন ধরে ৫নং উপশহর ইউনিয়ন পরিষদের অধীনে বিভিন্নস্থানে জনাজীর্ণ রাস্তার উন্নয়নে উপজেলা পরিষদের অর্থায়নে সিসি ঢালাই কাজ হচ্ছে। মঙ্গলবার ২৫ জুলাই সকালে উপশহর এস ব্লক সেক্টর ৭ এ জরাজীর্ণ চলাচলের অনুপযোগী রাস্তা স্থায়ী উন্নয়নের জন্য কনক্রিট ঢালাই কার্যক্রম শুরু হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু সকালে এস ব্লকে রাস্তার ককক্রিট ঢালাই কাজের তদারকি ও পদির্শন করেন। এ সময় ওই ওয়ার্ডের মেম্বর জহির হাসান,মেম্বর জসিম উদ্দীন,সংরক্ষিত আসনের মহিলা মেম্বর পারভীন সুলতানা, সাংবাদিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।