ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে মনপুরায় সাতটি ও দৌলতখানে চারটি ট্রলার ডুবেছে।
তবে এসব ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ট্রলারগুলো ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ট্রলারগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, দুপুরে জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এসময় ঝড় উঠলে একে একে ১১টি ট্রলার ডুবে যায়। পরে অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ১১ ট্রলারের মাঝি-মাল্লা ও জেলেদের উদ্ধার করে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনা ঘটলেও কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনা কবলিত ট্রলারগুলো উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।