ডিএসসিসির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন তিনটি হাসপাতালে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

বুধবার বিকালে ডিএসসিসির মুখপাত্র আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসসিসির মুখপাত্র জানান, ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে) এ সেবা দেওয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন এই সেবা চালু থাকবে বলেও জানান ডিএসসিসির এই কর্মকর্তা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪৯ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ২৪ জনে।

চিকিৎসকদের পরামর্শ- ডেঙ্গু আক্রান্ত রোগীর পেটে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, প্রচণ্ড দুর্বলতা, বমি অথবা মাড়ি ও নাক থেকে রক্ত আসতে দেখলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করতে হবে। এমন অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি না করা হলে রোগীর ডেঙ্গু শক সিন্ড্রোম হয়ে যেতে পারে।