সরকার জুতা মেরে গরু দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে: আব্বাস

mirza abbas

বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার জুতা মেরে গরু দান করার কর্মসূচি হাতে নিয়েছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করে গরু ছাগল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

মানুষ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে আর আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে নিতে আন্দোলন করছি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগসহ ‘এক দফা’ দাবিতে এবং নেতা-কর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে করছে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, অত্যাচার নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেই শিক্ষা নিয়েছি।

তিনি আরো বলেন, শুধুমাত্র এই সরকার নয় একইসঙ্গে এই সকল প্রশাসনের অধীনেও কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অর্থাৎ প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরাই প্রশাসনে রয়েছে। সুতরাং তাদের অধীনে কোনো নির্বাচন হবে না। আর এ কারণেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে।

সময় থাকতেই জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।