যশোর ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক ৩

যশোরের ডিবি পুলিশ চৌগাছায় পৃথক তিনটি অভিযানে কেজি গাঁজা বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চৌগাছার গয়ড়া গ্রামের একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে অজ্ঞাত মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া কেজি গাঁজা গত রোববার বিকেলে উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের রাজাপুর গ্রামের একজন দর্জির দোকানের সামনে থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এরা হলো, রাজাপুর বাজারপাড়ার মৃত সামউলের ছেলে সোহেল রানা এবং মৃত আইজেল মন্ডলে দুই ছেলে আব্দুল সালাম ও কবির হোসেন ।