আঁখিকে ধর্ষণের পর হত্যা করে যশোর রেললাইনে লাশ ফেলে যায় সৎ বাবা

যশোরের বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় তার সৎ বাবা। মেয়েটির নাম আঁখি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামে বাড়ি। ডিবি পুলিশের জালে তার সৎ পিতা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর লাশ উদ্ধার হয়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।