বিপিএলে একই দলে মাশরাফি ও তানজিম সাকিব ✍ স্পোর্টস ডেস্ক ⌚ প্রকাশিত 24/09/2023 Facebook Twitter Pinterest WhatsApp Print বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিলেট স্ট্রাইকার্স এ তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মুর্তজা খেলবেন। রোববার দুপুরে এ ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের জন্য সাত ক্যাটাগরিতে আছেন ২০৩ দেশি ক্রিকেটার। বিদেশিদের সংখ্যা ৪৪৮ জন। ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম। এদিকে সরাসরি চুক্তিতে আগেই দল বেছে নিয়েছেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা।