বঙ্গভবনে রওশন এরশাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ রোববার দুপুর ১২টায় তাঁর বঙ্গভবনে যাওয়ার কথা। বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

রওশন এরশাদের সঙ্গে থাকবেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য রাহগির আল মাহি এরশাদ সাদ ও অধ্যক্ষ রওশন আরা মান্নান। এ সময় তাদের সঙ্গে রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদও থাকবেন।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেদিন সাক্ষাতের আগে জিএম কাদের মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া চিঠি পেয়েছিলেন।