যশোরে কাভার্ড ভ্যানসহ তিন চোর আটক

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে
থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান উদ্ধার করেছে যশোর ডিবির এলআইসি
টিম। এ ঘটনায় তিন চোরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, যশোর বাহাদুরপুরের নজরুল ইসলামের ছেলে
মাসুম (২০), তুহিন হোসেনের ছেলে শাহিদুর রহমান (২৬), ইকবাল
হোসেন বাবুর ছেলে সিজান (২০)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গত ৩০ নভেম্বর রাত
৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে
পাঁকা রাস্তার উপর কভার্ড ভ্যানটি রেখে বাড়ি যান চালক মাসুদ রানা।
পরদিন ভোর ৫টার দিকে চালক এসে দেখেন ভ্যানটি নেই। ৩০নভেম্বর রাত ৮
টা থেকে ১ ডিসেম্বর সোয়া ৫ টার মধ্যে যেকােন সময় অজ্ঞাতনামা
চোরেরা কভার্ড ভ্যানটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বেনাপোল
পোর্ট থানার মামলা নং-০৩, তাং-০২/১২/২৩। ধারা-৩৭৯ পেনাল কোড
রুজু হয়েছে। মামলাটি এসআই রইচ আহমেদ তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানা এলাকায় তথ্য প্রযুক্তির
সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করে রোববার ৩ ডিসেম্বর ভোরে
যশোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য।
ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানটি চুরি করে নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় চুরির
মামলা রুজু করা হয়েছে।