চৌগাছায় নৌকার প্রার্থী বিজয় করার লক্ষে বর্ধিত সভা

যশোরের চৌগাছায় সোমবার (৪ ডিসেম্বর) ডিভাইন সেন্টার মিলনায়তনে সকাল ১০ টায়

উপজেলা আ’লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৮৬ যশোর ২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের নৌকা মার্কার প্রার্থী ডা.তৌহিদুজ্জামান তুহিন কে বিজয়ের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা যুব লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনাতাক্ষী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র আনোয়ার পাশা জামাল,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মাস্টার শহিদুল ইসলাম,হামিদ মল্লিক, মোমিনুর রহমান, নুরুল কদর, আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা উপজেলা শিক্ষা সমিতির সভাপতি আনারুল ইসলাম,শ্রমিক লীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ন আহবায়ক এইচ এম ফিরোজ, রুবল হুসাইন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।