নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদেরও শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না, বাংলাদেশ মানে নাই।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধে বিজয় আমরা অর্জন করেছি। আজকে অর্থনেতিক উন্নয়নের বিষয় সেটাও আমরা অর্জন করে তাদের দেখাব, আমরা পারি।

জনসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আজকে আমার বলার কিছু নাই। আপনারা সব সময় আমাকে ভোট দিয়েছেন। আমার দায়িত্ব তো আপনারাই নিয়েছেন। আমার নির্বাচন তো সব সময় আপনারাই করে দেন। আমি আপনাদের কাছে এসেছি প্রার্থী হিসেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি সেটাই আপনাদের কাছে আবেদন করি।

এর আগে সকালে টুঙ্গিপাড়ার জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন। এ আসন থেকে নির্বাচন করছেন শেখ হাসিনা।