নতুন মেডিকেল কলেজ নয়, কোয়ালিটি ডাক্তার তৈরি করতে চান স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে দেশে কোনো মেডিকেল কলেজ স্থাপন হোক সেটি চান না স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, কোনো মেডিকেল কলেজ নতুন করে খোলার পক্ষে আমি একদম না। আমি কোয়ালিটি ডাক্তার তৈরি করার পক্ষে। তার জন্য যা যা করার আমি করব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, শিক্ষাবিদরা বলে আসছেন- বেসরকারি মেডিকেল কলেজগুলো ব্যাঙের ছাতার মতো হচ্ছে, সেটার রাশ টেনে ধরা দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা মেডিকেল কলেজ খুলতে আবেদন করছেন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন?

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি মনে করি- আমাদের মেডিকেল কলেজগুলোতে এখনো শিক্ষকের সংকট আছে। আমি যদি সেই সংকট দূর করতে না পারি, একজন শিক্ষার্থীকে যদি আমি পড়াতেই না পারি, সে ডাক্তার হয়ে আপনার-আমার যে কারো চিকিৎসা করতে পারে। আমি গুণগত মানের দিকে নজর দেব, সংখ্যার দিকে না।

তিনি আরও বলেন, হঠাৎ করে মেডিকেল কলেজ বানানো, সেটার পক্ষে আমি না।