‘তাইজুলকে নেওয়ায় একটা দল হাসাহাসি করছিল’

সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে যাদের ভূমিকা বেশি, তাদের কথা বলতে গিয়ে তাইজুল ইসলামের অবদানের কথা বললেন অধিনায়ক তামিম।

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘আমাকে এটা বলতেই হবে… তাইজুল… হয়তো আমার বলা উচিত নয়, তবে মনে হচ্ছে, এটা বলার উপযুক্ত সময় এখনই। আমি যখন ড্রাফটে ওকে দলে নিয়েছি, একটা নির্দিষ্ট দল ছিল, যারা হাসাহাসি করছিল। আমার এত খারাপ লাগছিল, এত খারাপ… একজন আন্তর্জাতিক ক্রিকেটরকে আমি দলে নিয়েছি, অথচ একটা দল হাসছিল যে তাকে নিয়েছি।’

দেশ সেরা এই ওপেনার আরও বলেন, ‘এখন ওর জন্য আমি খুবই খুশি যে এত বড় অবদান রাখতে পেরেছে। ওর এই পারফরম্যান্সের কারণে বিসিবি ও নির্বাচকরা ওকে আসন্ন শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়েছে।’

বিপিএলের এবারের আসরে আট ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তাইজুল। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৬৫। টুর্নামেন্টে অন্তত ৫ উইকেট শিকারি বোলারদের মধ্যে তার চেয়ে কৃপণ বোলিং করেছেন কেবল সিলেট স্ট্রাইকার্সের সামিত প্যাটেল (ওভারপ্রতি ৪.৬৮ রান দিয়ে ১০ উইকেট)।