যশোরে তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গে ব্লেড দিয়ে পোচ দিয়েছে এক নারী। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মঈনুল হক রসি নামে ওই ব্যক্তি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত মঈনুল হক রসি নড়াইলের লক্ষীপাশা এলাকার তৌহিদুল হকের ছেলে। তিনি স্ত্রীসহ যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন।
মঈনুল হক রসি জানান, গতকাল রাতে খাওয়া ধাওয়া নিয়ে স্ত্রীর সাথে গোলযোগ হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে ফের গোলযোগ হলে একপর্যায়ে স্ত্রী আখি ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করে। এতে তার পুরুষাঙ্গের উপরিভাগে ক্ষত হয়। এরপর স্ত্রীই তাকে হাসপাতালে এনে ভর্তি করে।
তিনি আরো বলেন, ভাই এটা ব্যক্তিগত ব্যাপার। ওর মাথায় একটু প্রবলেম আছে। হুটহাট অনেককিছু করে ফেলে।
অভিযুক্ত আখি জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের ৫ বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের দুই বছর পর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় রসি। তারপর থেকে সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালান। রসি সারাদিন গাঁজা খায় এবং তার উপর নির্যাতন করেন। আজ সকালে রসি মারতে উদ্যত হলে তিনি ব্লেড হাতে নিয়ে সর্তক করেন। কিন্তু ধস্তাধস্তির একপর্যায়ে অসর্তকতাবশত রসির পুরুষাঙ্গে ব্লেডের আঘাত লাগে। রক্ত বের হতে দেখে তিনি দ্রুত রসিকে হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রসির বোন নিম্নি ও তার স্বামী। নিম্নি বলেন, বিয়ের পর থেকেই রসি ও আখি সার্বক্ষনিক গোলযোগ করে। তারা কেউ কাউকে ছাড়তেও চায় না। ওদের অবস্থা এমন যে, যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সার্জারি বিভাগের চিকিৎসক শিশির বিন লতিফ জানান, আহত রসির পুরুষাঙ্গের উপরিভাগের মাংশ কেটে গিয়েছে। তবে প্রসাবনালী ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি আশংকামুক্ত। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।