সোমবার পর্যন্ত ৬৭ জন আইন কর্মকর্তার পদত্যাগ

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দিন থেকে সোমবার (১২ আগস্ট) পর্যন্ত অ্যাটর্নি জেনারেলসহ ৬৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রায় দুই শতাধিক আইন কর্মকর্তার মধ্যে এই ৬৭ জনের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ৭ আগস্ট পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান।

এদিকে পর্যায়ক্রমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।