ডেঙ্গু সচেতনতা বাড়াতে যশোর শহরে লিফলেট বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন। এসময় তারা যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট তুলে দেন।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে বিভিস্থানে পানি জমায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগ প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা যদি নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো সম্ভব। ফলে একটু সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।